ডায়েট বা ব্যায়াম ছাড়াই ওজন কমান মাত্র ১ মাসে

কোন প্রকার ডায়েট বা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে 
পারবেন মাত্র ১ মাসে।
উপকরণ :
-জিরা ২৫০ গ্রাম
-দারচিনি ৫০ গ্রাম
-মধু
-লেবুর রস
পদ্ধতি :
জিরা ও দারচিনি একসাথে ব্লেন্ডার বা পাটায় পিসে 

গুড়া করে নিতে হবে। (ভাজতে হবে না)এই গুড়া 
মুখবদ্ধ কোন শুকনা পরিষ্কার বয়ামে রেখে দিবেন।
প্রতি রাতে ঘুমানোর আগে ১ টেবিল চামচ 
পরিমাণ গুড়া ১ গ্লাস পানিতে গুলে ঢেকে রাখতে 
হবে। সকালে ঐ জিরা পানি পাতিলে উচ্চ 
তাপে জাল করতে হবে যেন তা ফুটতে থাকে, 
মোটামুটি ২-১ মিনিট। তারপর চুলা থেকে 
নামিয়ে তা এমন ভাবে ঠাণ্ডা করতে হবে 
যেন আঙ্গুল চুবানো যায়। এতে ১ চা চামচ মধু ও 

১ চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে খালি পেটে 
(আগে পানি খাওয়া যাবে) খেতে হবে।

* আমরা রান্নায় যে জিরা ব্যবহার করি এখানে ঐ
জিরার কথাই বলা হইছে। (চিকন জিরা, মিষ্টি জিরা না)
জিরা টা ভেজে নিবেন না।
*কোন একটা উপাদান বাদ দেওয়া যাবে না।
*একদিনও বাদ দেওয়া যাবে না।
( প্রয়োজনে প্রতিরাতে একই সময়ের একটা 

এলাম সেট করে রাখবেন)
*গরম অবস্থায় কখনোই মধু ও লেবুর 
রস দিবেন 
না।এতে মধু ও লেবুর কার্যকারিতা কমে যায় ।
*খাওয়া শুরুর আগে নিজের ওজন ও কমরের 
মাপটা অবশ্যই লিখে রাখবেন, যেন পরে বুঝতে 
পারেন যে এটা কাজ করছে কি না।
*জিরা পানি ছাকনি দিয়ে ছাকবেন না, পানিতে 
যে জিরা বা গুড়া থাকবে তা সহ খেতে হবে।
*এই জিরা পানি খাবার ৩০ মিনিট পর 

নাস্তা করবেন।
*প্রতিদিন যা খান তাই খেতে পারবেন।

কোন খাবার ডায়েট চার্ট অনুসরণ করতে হবে না।
*চাইলে প্রতি দিনের রান্নায় জিরার ব্যবহারটা 

বাড়াতে পারেন।
* শুধু মাত্র সকালে খালি পেটে খেতে হবে।
রাতে বা বিকালে বা দিনে ২-৩ বার খেতে 
হবে না ।
*খাটি মধু ব্যবহার করা সবচেয়ে ভাল, না পেলে
ডাবর হানি ব্যবহার করতে পারেন। ২৫০ গ্রাম
এর মূল্য ১৫০ টাকা, এটা ১ মাস খেতে পারবেন।

* আরেকটা কথা এই পানীয়টার স্বাদ কিন্তু ভাল না।
কিন্তু কাজ খুবই ভাল , তাই ২-১ দিন খেয়ে বাদ দিলে
কিন্তু কোন ফলই পাবেন না। কষ্ট করে হলেও কমপক্ষে 
১৫ দিন নাক বন্ধ করে খেলেও নিজেই বুঝতে পারবেন
এটা কতটুকু উপকারি। 
*আর শুধু ওজন ই কবে তা না, পেট এর মেদ অনেক 
ঝরে যাবে। আর যে জামা আগে গায়েই ঢুকত না, তাও
একদম ফিট হবে। 
* পেট বাচ্চা থাকলে বা যাদের ৪-৬ মাসের বাচ্চা
তারা খেতে পারবে কি না তা আমার জানা নাই।
ডাক্তারের পরামর্শ  নিন ।
* ডায়বেটিকস এর রোগীরা খেতে পারবে কি না 
তাও আমার জানা নাই।ডাক্তারের পরামর্শ  নিন ।
*আমি নিজে এই পদ্ধতি অনুসরণ করেছি 
এবং ভাল ফলাফল পেয়েছি।
Recipe by : Rumana Habib
নিচে আরও অনেক রেসিপি আছে, 
চাইলে দেখতে পারেন।এমন আরও সহজ 
ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের 
রান্নার গ্রুপEasyrecipebd তে।
group link :https://www.facebook.com/groups/easyrecipebd/

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment