উপকরণ :
-২চামচ কফি,(Nescafe ৫ টাকার ২ প্যাকেট)
-২চা চামচ চিনি,
-৩-৪ ফোটা পানি,এর বেশি না
একটা মগে নিয়ে চামচ দিয়ে নাড়তে হবে, কমপক্ষে
৮-১০ মিনিট নেড়ে একদম ফোম করে নিতে হবে।
(কফি মেকারও বাজারে কিনতে পাওয়া যায়,
তা দিয়ে অনেক সহজে করা যায়)
দুধ জাল করে নিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডার
বা বীটার না থাকলে একটি বোটলে দুধ নিয়ে
ভাল ভাবে ঝাকিয়ে ফেনা করে নিতে হবে। তারপর মগে
ফেটানো কফিতে দুধ মিশিয়ে চামচ দিয়ে নাড়তে হবে।
উপরে একটু কফি পাউডার ছিটিয়ে দিলেই হয়ে গেল।
(দুধের পরিমান ১ মগ বা ২ কাপ। আমি দুধে পানি দেইনি।)
Recipe by : Rumana Habib
নিচে আরও অনেক রেসিপি আছে,
চাইলে দেখতে পারেন।এমন আরও সহজ
ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের
রান্নার গ্রুপEasyrecipebd তে।
group link :https://www.facebook.com/
( রেসিপি টি পড়া শেষ হলে রেসিপি ভাল লাগলে
নিচের এই পোষ্টারে ১টা ক্লিক করে অনুপ্রেরণা
যোগাবেন,যাতে খুব তাড়াতাড়ি আবার এমন
কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।)
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteEta ki hot or cold coffee...
ReplyDelete