চা
আমি ২ কাপ চা এর জন্য বলছি:
-(১+১/২) কাপ তরল দুধ
-১ কাপ পানি
-চিনি ২ চা চামচ(নিজের স্বাদ অনুযায়ী)
-গুড়া দুধ ২ চা চামচ
-চা পাতা ২ চা চামচ বা ৩ টা টি ব্যাগ
দুধ,পানি ও চিনি এক সাথে দিয়ে জাল করে
ঘন করে ২ কাপ করে নিন।তারপর গুড়া দুধ টা
দিয়ে ভালো ভাবে নাড়ুন।তারপর চা পাতি দিন,
জাল কম করবেন না, চামচ দিয়ে নাড়তে থাকুন।
খুব কড়া করে জাল করুন।
চা পাতি রং ছেড়ে দিলে নামিয়ে ছেকে নিন।
গুড়া দুধটা চায়ের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়।
এতে চা ঘন ও yummy হয়। স্বাদ আরও বাড়াতে
চাইলে চা কাপে ঢেলে উপরে দুধের সর বা
মালাই দিয়ে পরিবেশন করুন।
Recipe by : Rumana Habib
নিচে আরও অনেক রেসিপি আছে,
চাইলে দেখতে পারেন।এমন আরও সহজ
ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের
রান্নার গ্রুপEasyrecipebd তে।
group link :https://www.facebook.com/
( রেসিপি টি পড়া শেষ হলে রেসিপি ভাল লাগলে
নিচের এই পোষ্টারে ১টা ক্লিক করে অনুপ্রেরণা
যোগাবেন,যাতে খুব তাড়াতাড়ি আবার এমন
কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।)
Bivinno hotel e amra jei tea khai khub e testy lage but bashay o oto testy lage na.khub valo 1 ta smell Ashe oder tea theke.eta kivabe ana jay Apu?
ReplyDeleteBivinno hotel e amra jei tea khai khub e testy lage but bashay o oto testy lage na.khub valo 1 ta smell Ashe oder tea theke.eta kivabe ana jay Apu?
ReplyDelete