Electric oven information
অনেকেই ওভেন নিয়ে অনেক প্রশ্ন করে,
আজ আমি আমার ওভেন সম্পর্কে কিছু
তথ্য দিচ্ছি, আশা করি সবার কাছে লাগবে।
আমার ওভেন এর কম্পানির নাম: Sebec
Model: SEO-35 KM
Capacity: 35 Liters
Power: 1500W
এটা ইলেকট্রিক ওভেন।
ছবিতে ৩ টি গোল চাকার মতো দেখা যাচ্ছে,
১ম টা তাপমাত্রা সেট করার জন্য,
২য় টা উপরে ও নিচের কোন স্টিক এ তাপ
চালু রাখতে চাওয়া হচ্ছে তার জন্য,
৩য় টা সময় নির্ধারণের জন্য।
এই ওভেনে একটা বড় ট্রে, একটা জালি ট্রে
(ছবিতে দেখ) আছে।উপরে ২ টা নিচে ২ টা
মোট ৪ টা স্টিক আছে যা কোন কিছু বেক
করার সময় আগুনে লোহা দিলে যেমন লাল
হয় তেমন লাল ও গরম হয়। এছাড়া গ্রীল
করার জন্য স্ক্রু যুক্ত পাতও আছে।
এই ওভেনে কেক,পেস্ট্রি, পাউরুটি, পিজ্জা,
প্যাটিস,গ্রীল, কাবাব সহ সকল বেকিং খুব
সুন্দর ভাবে হয়।
খাবার গরমও করা যায়, ৫ মিনিটে।
আমি যখন কিনেছি তখন কোন এক offer
চলছিল দাম নিয়েছে ৫৫০০/-
বর্তমানে একটু কম বেশি হতে পারে।
আকারে বেশ বড়। বড় ১ টা পুরো মুরগী আস্ত
গ্রীল করা যাবে।
অনেকে ইলেকট্রিক বীল নিয়েও প্রশ্ন করে...
আমি মাসে মোটামুটি ১০-১২ বার বেক করি।
বীল খুব বেশি হলে ১৫০-২০০ টাকা বেশি
আসে।এটা একটা অনুমান থেকে বললাম,
আসলে বীল খুব বেশি আসে না।
একটা কথা যে কোন ওভেন বা ফ্রিজ বা
ইলেকট্রিক কোন কিছু যেখানেই রাখবে
তার চারপাশে কমপক্ষে ৬-৮ ইন্চি ফাকা
রাখার চেষ্টা করবে। কারণ এসব জিনিস
থেকে তাপ উৎপন্য হয়। ফাকা না থাকলে
তাপে বেশির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
আশা করি যা বললাম তা জেনে অনেকে
উপকৃত হবেন।
পোস্ট টি ভালো লাগলে শেয়ার করুন ।
রান্না সম্পর্কে যে কোন তথ্য, টিপস এবং
সহজ ও নতুন রেসিপি পেতে join করুন
আমাদের রান্নার গ্রুপ Easyrecipebd তে।
group link :https://www.facebook.com/groups/easyrecipebd/
Lucky Star Casino opens on Saturday, Nov. 16 | KTM Hub
ReplyDeleteLucky 당진 출장샵 Star Casino has announced 진주 출장안마 the opening of 대구광역 출장안마 its 여수 출장안마 Lucky Star Casino on Saturday, November 16 at 8 a.m. CST. The Lucky 남양주 출장샵 Star Casino is