ডায়েট চা



সকালে ঘুমথেকে উঠে ১ গ্লাস পানি খেয়ে নিয়মিত এই চা
খেলে শরীরের(বিশেষ করে পেটের) অতিরিক্ত মেদ কমে যায়।
৩০ মিনিট পর নাস্তা করুন।
আমি ১ কাপ এর জন্য উপকরণ গুলোর পরিমাণ বলছি।
উপকরণ:
-পানি ২ কাপ
-দারচিনি ১টুকরা
-তেজপাতা ১টা
-লবঙ্গ ২টা
-আদা ১ টুকরা (থেতো করা)
-লেবুর রস ১ চা চামচ
-চা পাতা ১/২ চা চামচ এর একটু কম
-মধু ১/২ চা চামচ
.
একটি পাতিল এ ২ কাপ পানি দিয়ে তাতে আদা থেতো,
দারচিনি,তেজপাতা,লবঙ্গ দিয়ে জাল করে ১ কাপ করতে
হবে। পানির রং পরিবর্তন হবে। তখন চাপাতা দিয়ে ৩০
সেকেন্ড এর মতো জাল করে কাপে ছেকে নামিয়ে হালকা
ঠান্ডা করে নিয়ে কুসুম কুসুম গরম থাকতে তাতে মধু ও
লেবুর রস দিয়ে ভালো করে নাড়তে হবে।
বি.দ্র.ডায়াবেটিকস রোগীরা মধু না দিয়ে sugar-free 
দিতে পারেন।
(মধু- ডাবর হানি ব্যবহার করতে পারেন। ২৫০ গ্রাম
এর মূল্য ১৫০ টাকা, এটা ১ মাস খেতে পারবেন।)
উপরে ও নিচে আরও অনেক রেসিপি ছে, ভাল লাগলে দেখতে পারেন। 
এমন সহজ ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Easyrecipebd তে।
group link : https://www.facebook.com/groups/easyrecipebd/
Recipe by: Rumana Habib


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment