উপকরণ:
-পোলার চাল ১/২ কেজি,
-মাংস ১/২ কেজি,
-পিয়াজ ১০ টা,
-কাচা মরিচ ৫-৬ টা
মাংস:
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে ১টি পাতিলে
রাখতে হবে।১/২ কাপ পানিতে ১ চামচ লবন,
৩চামচ মরিচ গুরা,১চামচ করে আদা-রসুন-জিরা
বাটা দিয়ে ভাল ভবে মিশিয়ে মাংস ভালভাবে
মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে।
(ভুল করেও হলুদ গুরা দিবেন না)
আধা ঘণ্টা পর ২টা তেজপাতা, গোলমরিচ গুরা,
৩-৪ টা সাদা এলাচ,৩-৪ টা লং,৩-৪ টা দারচিনি,
৫ টা পিয়াজ কুচি ও পরিমান মতো তেল মাংসে
দিয়ে ভাল ভবে মাখিয়ে চুলায় বসিয়ে দিন।
চুলায় একটু বেশি সময় নিয়ে মাংস কসিয়ে
নিতে হবে।
চাল:
চাল পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রেখে,ধুয়ে ১ টি
চালনি তে তুলে আধা ঘণ্টা রেখে পানি ঝরিয়ে
নিতে হবে।করাই এ তেল গরম করে২টা তেজপাতা,
গোলমরিচ গুরা,৩-৪ টা সাদা এলাচ,৩-৪ টা লং,
৩-৪ টা দারচিনি, ৫ টা পিয়াজ কুচি ভেজে নিয়ে
তাতে চাল দিয়ে নারতে হবে।চালে পরিমান মতো
লবন, ১/২ চামচ করে আদা-রসুন-জিরা বাটা দিয়ে
ভেজে নিতে হবে।(সুগন্ধের জন্য বাজারে বিরিয়ানি
র প্যাকেট গুরা মসলা ব্যবহার করতে পারেন)
rice cooker a পরিমান মতো পানি ১৫-২০ মিনিট
আগে দিয়ে গরম করে নিন।এক কাপ চালে ২ কাপ
পানি,এই হিসেবে দিবে।তারপর একে একে ভাজা
চাল, কষানো মাংস, ৫-৬ টা কাচা মরিচ
(সাবধান: অবশ্যই rice cooker ae plack off
koray then sob upokoron dibayn)
সব দিয়ে ricr cooker on করে wait করুন। হয়ে
গেলে নামানোর আগে ২ চাচম ঘি দিয়ে নেড়ে গরম
গরম পরিবেশন করুন।
* একই ভাবে চুলায় অল্প আঁচেও করা যাবে।
* ভুলও হলুদ গুঁড়া দিবেন না,এতে দেখতে
খিচুরির মতো দেখায়।
* আমি ১/২ কেজি চাল এর জন্য বলছি যা ৪ জন
খেতে পারবে।
* গরু বা খাসির মাংস দিয়েও করতে পারেন।
* তেহেরি সরিষার তেল দিয়েই করে।তবে কেউ
চাইলে নিজেরা দৈনিক রান্নায় যে তেল ব্যবহার করে
তা দিয়েই করতে পারেন।
* পানি: ১ কাপ চালে ২ কাপ পানি, সব সময় এই
টিপস্ টা follow করবেন। অর্থাৎ যে কাপ দিয়ে চাল
পরিমাপ করবে,ঐ কাপ দিয়েই পানিও নেপে নিবেন।
* পরিবেশন: আমি love shape কেক এর বাটিতে
হালকা তেল দিয়ে তাতে তেহারি টা একটু চেপে চেপে
বসিয়ে প্লেটে ঢেলেছি।নিচে ছবিতে ঐ বাটি। টমেটো
দিয়ে গোলাপ করেছি। আর গাজর দিয়ে ছোট cute love
টা করেছি। এই কাটার গুলো কিনতে পাওয়া যায় l
Recipe by : Rumana Habib
নিচে আরও অনেক রেসিপি আছে,
চাইলে দেখতে পারেন।এমন আরও সহজ
ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের
রান্নার গ্রুপEasyrecipebd তে।
group link :https://www.facebook.com/
( রেসিপি টি পড়া শেষ হলে রেসিপি ভাল লাগলে
নিচের এই পোষ্টারে ১টা ক্লিক করে অনুপ্রেরণা যোগাবেন,
যাতে খুব তাড়াতাড়ি আবার এমন কিছু নিয়ে আপনাদের
সামনে হাজির হতে পারি।)
0 comments:
Post a Comment