১টা ডিমের সাদা অংশ, সমপরিমান নারিকেল
তেল বা অলিভ অয়েল বা যে যে তেল
regular use কর,১টা মাঝারি আাকারের
পিয়াজ কুচি, ১/২ লেবুর রস, ১ টুকরা আ্যলভেরা
জেল পাতার ভিতরের অংশ। এটা অনেক ভাল
উপকার দেয়। সব একসাথে ৩-৪ মিনিট ব্লেন্ড
করে পরো চুল (আগা-গোরা) এ মেসেজ করে
১ ঘন্টা চুল খোলা রেখে প্রথমে পানি দিয়ে
ধুয়ে নিন তারপর স্যম্পু করে নিন।
ম্যাজিক টা নিজেই দেখুন।
সব ঘরোয়া উপকরণ।
কোন পার্শ প্রতিক্রিয়া নাই।
সপ্তাহে ১ দিন ব্যবহারে চুলের সব সমস্যার
সমাধান পাবেন।( কারও চুল অনেক বড় হলে
উপকরণ গুলো সেই অনুসারে নিবেন।)
চুল স্যম্পুর পর:
দেড় লিটার পানি তে ১ টেবিল চামচ চা পাতা
দিয়ে জাল করে ১ লিটার করে ঠান্ডা করে
ছেকে নিন। চুল স্যম্পুর পরে পুরো চুলে ঢেলে
দিয়ে ২-৩ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা
কন্ডিশনার এর কাজ করে। গরম টা ব্যবহার করবেন না।
(বি.দ্র. এর জন্য চুলে কোন বাজে গন্ধও হবে না।
ছেলে - মেয়ে সবার চুলে ব্যবহার যোগ্য।)
Recipe by : Rumana Habib
নিচে আরও অনেক রেসিপি আছে,
চাইলে দেখতে পারেন।এমন আরও সহজ
ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের
রান্নার গ্রুপEasyrecipebd তে।
group link :https://www.facebook.com/
( রেসিপি টি পড়া শেষ হলে রেসিপি ভাল লাগলে
নিচের এই পোষ্টারে ১টা ক্লিক করে অনুপ্রেরণা
যোগাবেন,যাতে খুব তাড়াতাড়ি আবার এমন
কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।)
0 comments:
Post a Comment