মাঝে মাঝে একটু ভিন্নধর্মী কিছু কে না খেতে চায়!
খুব সহজেই তৈরী করে নিন অসাধারণ এই
Green moon drinks.
উপকরণ :
আমি ১ গ্লাসের জন্য পরিমাণ গুলো বলছি-যে কোন সাদা রং এর soft drink
(আমি 7up নিয়েছি)
-বীট লবণ ১/৪ চা চামচ
(১ চা চামচের ৪ ভাগের ১ভাগ)
-লেবুর রস ১/২ চা চামচ
-Green food color ১ ফোটা
গ্লাসে বীট লবণ ও লেবুর রস দিয়ে তাতে অল্প
7up দিয়ে নাড়তে হবে।লবণ গলে গেলে পুরো
গ্লাস 7up আস্তে আস্তে ঢালতে হবে, একসাথে
ঢাললে লবণ এর জন্য 7up পরে যেতে পারে।
সবশেষে ১ ফোটা সবুজ রং দিয়ে চামচ দিয়ে
ভালো ভাবে নাড়লেই তৈরী হয়ে গেল
মজাদার Green moon drink.
এটার স্বাদ 7up থেকে পুরোই আলাদা।
আর অনেক মজা। একবার বানিয়ে দেখতে
পারেন।
Recipe by : Rumana Habib
নিচে আরও অনেক রেসিপি আছে,
চাইলে দেখতে পারেন।এমন আরও সহজ
ও নতুন রেসিপি পেতে join করুন আমাদের
রান্নার গ্রুপEasyrecipebd তে।
group link :https://www.facebook.com/
( রেসিপি টি পড়া শেষ হলে রেসিপি ভাল লাগলে
নিচের এই পোষ্টারে ১টা ক্লিক করে অনুপ্রেরণা
যোগাবেন,যাতে খুব তাড়াতাড়ি আবার এমন
কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।)
0 comments:
Post a Comment